, ইন্দুরকানী, পিরোজপুর।, ০১৩০৯১০২৯৮৬,, gicpirojpur@gmail.com, gic.ac.bd,"> , ইন্দুরকানী, পিরোজপুর।, gicpirojpur@gmail.com, gic.ac.bd"/> , ইন্দুরকানী, পিরোজপুর।, ০১৩০৯১০২৯৮৬,, gicpirojpur@gmail.com, gic.ac.bd,"/>
Jump to Menu Jump to Languageপিরোজপুর জেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি ইন্দুরকানী কলেজ। ১৯৯৩ সালে কলেজটি স্থাপিত হয় এবং ২০১৮ সালে সরকারিকরণ হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) অধিভুক্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি শিক্ষাক্রম ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট এ্যন্ড টেকনোলজি) শিক্ষাক্রম অধিভুক্ত। এ ছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এইচএসসি প্রোগ্রাম এবং বিএ/বিএসএস প্রোগ্রাম।